সৌদি সরকার বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
স্বাভাবিক সময়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা হজ পালন করতে সৌদি আরবে যেতেন। মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত। করোনার কারণে গত দুই বছর বিদেশিরা হজ করার সুযোগ পাননি। গত বছর শুধু সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরত ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছিলেন। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছর হজ পালন করেছেন ৫৮ হাজার ৭৪৫ জন।